কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু হলো
নতুন অধ্যায়ে প্রবেশ করলো কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথম বারের মতো অপারেশন কার্যক্রমের শুভ সূচনা হলো। এর অংশ হিসেবে বিগত ১৪ই জুন গাইনি ও প্রসূতি বিভাগে প্রথম বারের মতো একটি TAH with BLSO অপারেশন এবং একটি সিজারিয়ান অপারেশন হয়েছে। এই অপারেশন কার্যক্রমের নেতৃত্ব দেন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আনোয়ারা বেগম। অপারেশন কার্যক্রমের উদ্বোধনী মুহুর্তকে স্মরন রাখতে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বজলুল করিম চৌধুরী, উপপরিচালক ডাঃ আর্শ্বাদ উল্লাহ, সহকারী পরিচালক ডাঃ সৌমেন চৌধুরী উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে পরিচালক অধ্যাপক ডাঃ বজলুল করিম চৌধুরী ও অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


The First baby boy of CMMCH in the lap of the Assistant Professor Dr. Nasima Akter
উল্লেখ্য, এনেস্থেসিওলজি বিভাগের জনবল সংকটের কারণে নব প্রতিষ্ঠিত কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে অপারেশন কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। অধ্যক্ষ ও এনেস্থেসিওলজি বিভাগের প্রধান ডাঃ জাকির হোসেন, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আনোয়ারা বেগম, পরিচালক অধ্যাপক ডাঃ বজলুল করিম চৌধুরী, উপপরিচালক ডাঃ আর্শ্বাদ উল্লাহ ও সহকারী পরিচালক ডাঃ সৌমেন চৌধুরীর অবিরাম যৌথ প্রচেষ্টায় হাসপাতালের একান্ত প্রয়োজনীয় এই অপারেশন সেবার শুভ সুচনা সম্ভব হয়েছে। উক্ত দুটি অপারেশনে এনেস্থেসিয়া কার্যক্রমে ছিলেন ডাঃ কামাল, ডাঃ রাজীব, ডাঃ আলমগির ও ডাঃ ফয়সাল। স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক ডাঃ নাসিমা আক্তার, কন্সাল্ট্যান্ট ডাঃ স্বপ্না রোখসানা, আবাসিক সার্জন ডাঃ শারমিন তারেক, ডাঃ সোহানা এবং শিশু বিভাগের আবাসিক চিকিৎসক ডাঃ হুমায়ুন কবির সহ অন্যান্যরা অপারেশন ও অপারেশন পরবর্তী নবজাতক পরিচর্যায় অংশগ্রহণ করেন।
Congratulations