১লা আগস্ট এমবিবিএস ১ম বর্ষ (২০২১-২২)-এর পরিচিতি অনুষ্ঠান
আগামী ১লা আগস্ট, ২০২২, কর্নেল মালেক মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতি মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও দেশের সকল সরকারী মেডিকেল কলেজগুলোতে এক যোগে একই দিনে এই পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি কলেজের একাডেমিক ভবনের তিন তলা পশ্চিম প্রান্তে অবস্থিত ১ নং লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে নতুন ছাত্রছাত্রীদেরকে সাদা এপ্রোন পরে কলেজের ১ নং গ্যালারীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একই সাথে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকেও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অধ্যক্ষের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেনের স্বাক্ষরিত নোটিশটি পেতে এখানে ক্লিক করুন।
Comments
১লা আগস্ট এমবিবিএস ১ম বর্ষ (২০২১-২২)-এর পরিচিতি অনুষ্ঠান — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>