স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালকের কর্নেল মালেক মেডিকেল কলেজ পরিদর্শন
কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি।
শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি।
মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী,
আমার যেটুকু সাধ্য করিব তা আমি।
———— প্রত্যকের নিজস্ব ক্ষমতা ও দায়িত্বের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অনেক বড় বড় কাজ সমাধা হয়। রবীন্দ্রনাথের কবিতা উচ্চারণ করে এভাবেই কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দকে উৎসাহ প্রদান ও ভালোবাসায় সিক্ত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আমিরুল মোরশেদ খসরু।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেডিকেল কলেজের শিক্ষকদের জন্য টিচিং মেথোডোলজি প্রশিক্ষণ কর্মসূচীর অধীন কমামেক প্রথম ব্যাচে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আজ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সার্টিফিকেট বিতরণ শেষে তিনি বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। দেশের মেডিকেল কলেজের শিক্ষা ও শিক্ষকদের সীমাবদ্ধতা ও সম্ভাবনার উপর আলোকপাত করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসক স্বল্পতা, করোনাকালের অংশগ্রহণকারী শিক্ষকদের প্রণোদনা, বেসিক সাবজেক্টের শিক্ষকদের শতভাগ প্রণোদনা ও প্রমোশন, বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় পদসৃষ্টি, সরকারী আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসকদের অজ্ঞতা ও করণীয়, নতুন কারিকুলাম অনুযায়ী এমবিবিএস কোর্সের পাঠদান ও পরীক্ষা পদ্ধতি, ইত্যাদি বিষয়ে তিনি ও আগত অতিথিবৃন্দ আলোচনা ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব নিতিশ চন্দ্র ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে আলোচনা করেন।

আলোচনা ও মতবিনিময় শেষে অতিথিবৃন্দ এক ফটোশেসনে অংশগ্রহণ পূর্বক মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হন।

Comments
স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালকের কর্নেল মালেক মেডিকেল কলেজ পরিদর্শন — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>