কর্ণেল মালেক মেডিকেল কলেজ দিবস উপলক্ষে ম্যাগাজিনে লেখা আহবান
২৩/০২/২০২৩ তারিখে প্রথম বারের মতো কলেজ দিবস পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে একটি ম্যাগাজিন/Souvenir বের করার পরিকল্পনা করা হয়েছে। এজন্য অত্র কলেজ ভিত্তিক ইতিহাস, স্মৃতি চারণা, গল্প (২০০ শব্দের মধ্যে), কবিতা ইত্যাদি লেখা অত্র কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের কাছ থেকে আহবান করা যাচ্ছে। লেখা Microsoft Office word ফাইলে পাঠাতে হবে। লেখা পাঠানোর শেষ তারিখ- ২৪/০১/২০২৩।
লেখা পাঠানোর ঠিকানাঃ
হোয়াটসঅ্যাপঃ +8801819231354 (Dr. Md. Anisur Rahman Khan),
+8801761617481 (Dr. Binoy Krishna Tarafder)
ইমেইলঃ doc_anis,
binoymmc
নাম ও প্রচ্ছদ প্রস্তাবঃ কলেজ ডে উপলক্ষে প্রকাশিতব্য ম্যাগাজিনের জন্য একটি সুন্দর নাম ও প্রচ্ছদ প্রয়োজন। বিভিন্ন বিষয়ে লেখা দেয়ার পাশাপাশি শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছ থেকে ম্যাগাজিনের জন্যও নাম ও প্রচ্ছদ পাঠানোর অনুরোধ রইলো। যাদের প্রস্তাব বিবেচিত হবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
Last Updated on 22/01/2023
Comments
কর্ণেল মালেক মেডিকেল কলেজ দিবস উপলক্ষে ম্যাগাজিনে লেখা আহবান — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>