কর্নেল মালেক মেডিকেল কলেজে স্নাতকোত্তর ট্রেনিংয়ের সুযোগ
৫০০ শয্যা বিশিষ্ট কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেইনিংয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের এফসিপিএস ডিগ্রি প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স কর্তৃক মেডিসিন, সার্জারি, পেডিয়েট্রিক্স, এবং গাইনি ও অবস বিষয়ে ২ বছর এবং কার্ডিওলজি বিভাগে ১ বছর পর্যন্ত ট্রেইনিং অনুমোদন করা হয়েছে। বিগত ৩১শে ডিসেম্বর/২০২২ তারিখে বিসিপিএস-এর সেক্রেটারি অধ্যাপক বিল্লাল আলম স্বাক্ষরিত এক চিঠিতে ৫ বছরের জন্য সাময়িকভাবে এ অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে দেশের স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার দিগন্ত প্রসারিত হলো। ইতিমধ্যে হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ আর্শাদ উল্লাহ বিগত ০৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখে এক প্রজ্ঞাপনে স্নাতকোত্তর ট্রেনিং-এর জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছেন। উল্লেখ্য, বিগত ১৭ অক্টোবর ২০২২ বিসিপিএস-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
Last Updated on 21/01/2023
Comments
কর্নেল মালেক মেডিকেল কলেজে স্নাতকোত্তর ট্রেনিংয়ের সুযোগ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>