কর্মচারী নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও যোগদানের আদেশ
স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ২৫/০৫/২০২৩ ইং তারিখের ৫৯.০০.০০০০.১০৯.১১.০৩৫.২১ -৪৮৮/১ স্মারকের মাধ্যমে গঠিত কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ এর ১১-১৬ গ্রেড ভুক্ত কর্মচারীদের নিয়োগ প্রদান বিষয়ক কমিটির গত ২২/০৬/২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশের প্রেক্ষিতে নিন্মবর্ণিত ১৫ (পনের) জন প্রার্থীকে কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ এর অধীনে রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত বিভিন্ন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এবং সরকার কর্তৃক প্রচলিত নিয়ামানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদিসহ নিন্মলিখিত শর্ত স্বাপেক্ষে অস্থায়ী ভাবে নিয়োগ প্রদান করা হল।
০১। পদের নাম: ফার্মাসিষ্ট (গ্রেড-১১)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১১০০১৪৮ | মো: মিজানুর রহমান মাতা: ইসমত আরা বেগম পিতা: মো: নুরুল ইসলাম গ্রাম: দেলুয়া ডাকঘর: দড়গ্রাম-১৮১০ উপজেলা: সাটুরিয়া জেলা: মানিকগঞ্জ। | গ্রাম: দেলুয়া ডাকঘর: দড়গ্রাম-১৮১০ উপজেলা: সাটুরিয়া জেলা: মানিকগঞ্জ। | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
০২। পদের নাম: হেলথ এডুকেটর (গ্রেড-১১)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১২০০০০১ | মো: মাহমুদুল হাসান মাতা: মরিয়ম বেগম পিতা: মো: আবুল হোসেন শেখ গ্রাম: উত্তর মূলচর ডাকঘর: দিঘীরপাড়-১৫২৫ উপজেলা: টঙ্গীবাড়ী জেলা: মুন্সীগঞ্জ। | গ্রাম: উত্তর মূলচর ডাকঘর: দিঘীরপাড়-১৫২৫ উপজেলা: টঙ্গীবাড়ী জেলা: মুন্সীগঞ্জ। | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
০৩। পদের নাম: মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) (গ্রেড-১১)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১৩০০৬৬৭ | সোহানুর রহমান মাতা: সেফালি পিতা: হারুন খলিফা গ্রাম: উত্তর ভোরা ডাকঘর: কালিকাবাড়ি-৮৭৪০ উপজেলা: বেতাগী জেলা: বরগুনা। | গ্রাম: উত্তর ভোরা ডাকঘর: কালিকা বাড়ি-৮৭৪০ উপজেলা: বেতাগী জেলা: বরগুনা। | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
২ | ১৩০০৩২১ | মো: উতুল ইসলাম মাতা: মোসা: সাহেদা খাতুন পিতা: মো: মনোহার মন্ডল গ্রাম: খরদা আলচরা ডাকঘর: খরদা আলচরা-৭০৩১ উপজেলা: কুষ্টিয়া সদর জেলা: কুষ্টিয়া | গ্রাম: খরদা আলচরা ডাকঘর: খরদা আলচরা-৭০৩১ উপজেলা: কুষ্টিয়া সদর জেলা: কুষ্টিয়া | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
৩ | ১৩০০১১৮ | ফারহানা আজমি মাতা: ফিরোজা খাতুন পিতা: আবদুল মজিদ গ্রাম: নড়িয়াগদ ডাকঘর: নড়িয়াগদ-৬৬৭০ উপজেলা: সাঁথিয়া জেলা: পাবনা | গ্রাম: নড়িয়াগদ ডাকঘর: নড়িয়াগদ-৬৬৭০ উপজেলা: সাঁথিয়া জেলা: পাবনা | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
৪ | ১৩০০৬৮৯ | মামুন মিয়া মাতা: মর্জিনা বেগম পিতা: হাসান আলী গ্রাম: বেলুটিয়া ডাকঘর: বেলুটিয়া-১৯৯৬ উপজেলা: মধুপুর জেলা: টাঙ্গাইল | গ্রাম: বেলুটিয়া ডাকঘর: বেলুটিয়া-১৯৯৬ উপজেলা: মধুপুর জেলা: টাঙ্গাইল | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
০৪। পদের নাম: মেডিকেল টেকনোলজিষ্ট (র্ফামাসিষ্ট) (গ্রেড-১১)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১৪০০০১৫ | শেখ ওবায়দুল্লাহ মাতা: শাহিনা বেগম পিতা: শেখ আবদুল কাদের গ্রাম: মানিকনগর ডাকঘর: ভুঁইয়ার কান্দর-৯৩৪১ উপজেলা: রামপাল জেলা: বাগেরহাট। | গ্রাম: মানিকনগর ডাকঘর: ভুঁইয়ার কান্দর-৯৩৪১ উপজেলা: রামপাল জেলা: বাগেরহাট। | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
০৫। পদের নাম: মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিও) (গ্রেড-১১)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১৫০০০৩৪ | মোসা: মাসুমা আকতার মাতা: মোসা: আমেনা বেগম পিতা: আফসার আলী গ্রাম: তরফ বাজিত ডাকঘর: সাদুল্লাপুর-৫৭১০ উপজেলা: সাদুল্লাপুর জেলা: গাইবান্ধা | গ্রাম: তরফ বাজিত ডাকঘর: সাদুল্লাপুর-৫৭১০ উপজেলা: সাদুল্লাপুর জেলা: গাইবান্ধা | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
২ | ১৫০০১০৬ | সুলতান আহমেদ মাতা: হাসিনা বেগম পিতা: আবদুল মান্নান গ্রাম: হাজারী সেনগ্রাম ডাকঘর: দরবস্ত-৩১০০ উপজেলা: জৈন্তাপুর জেলা: সিলেট | গ্রাম: হাজারী সেনগ্রাম ডাকঘর: দরবস্ত-৩১০০ উপজেলা: জৈন্তাপুর জেলা: সিলেট | (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- |
০৬।পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১৬০০০৯৬ | মো: শামীম হোসেন মাতা: মোসা: আমেনা খাতুন পিতা: মো: মোসারফ হোসেন গ্রাম: ব্যঙদহ ডাকঘর: গুলবাগপুর-৭৪২০ উপজেলা: ঝিকরগাছা জেলা: যশোর। | গ্রাম: ব্যঙদহ ডাকঘর: গুলবাগপুর-৭৪২০ উপজেলা: ঝিকরগাছা জেলা: যশোর। | (গ্রেড-১৩) ১১,০০০-২৬৫৯০/- |
০৭। পদের নাম: সহকারী লাইব্রেরীয়ান (গ্রেড-১৪)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১৭০০০১৯ | আমিনুল ইসলাম মাতা: মনোয়ারা বেগম পিতা: লোকমান হোসেন গ্রাম: উজাল খলসী ডাকঘর: উজাল খলসী-৬২৪০ উপজেলা: দুর্গাপুর জেলা: রাজশাহী। | গ্রাম: উজাল খলসী ডাকঘর: উজাল খলসী-৬২৪০ উপজেলা: দুর্গাপুর জেলা: রাজশাহী। | (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- |
০৮। পদের নাম: পরিসংখ্যানবিদ (গ্রেড-১৪)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১৮০০০২২ | মো: শহিদুল ইসলাম মাতা: রহিমা বেগম পিতা: মো: মজিদ মন্ডল গ্রাম: খালকুলা ডাকঘর: বহরপুর-৭৭৩০ উপজেলা: বালিয়াকান্দি জেলা: রাজবাড়ী। | গ্রাম: খালকুলা ডাকঘর: বহরপুর-৭৭৩০ উপজেলা: বালিয়াকান্দি জেলা: রাজবাড়ী। | (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- |
০৯। পদের নাম: ষ্টোর কিপার (গ্রেড-১৬)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ১৯০০৫৭৭ | মো: ইনামুল হক মাতা: কুলসুম বেগম পিতা: মো: মোসারফ মাতুব্বর গ্রাম: পোড়াদিয়া ডাকঘর: পোড়াদিয়া বাজার-৭৮৪০ উপজেলা: নগরকান্দা জেলা: ফরিদপুর। | গ্রাম: পোড়াদিয়া ডাকঘর: পোড়াদিয়া বাজার-৭৮৪০ উপজেলা: নগরকান্দা জেলা: ফরিদপুর। | (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- |
১০। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
ক্রম | রোল নম্বর (মেধাক্রম অনুসারে) | প্রার্থী, মাতা, পিতার নাম ও স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড ও স্কেল |
১ | ২০০০৬৬১ | মো: ফরিদুল ইসলাম মাতা: সমলা বেগম পিতা: মো: আসগর আলী গ্রাম: পাঠাকাটা ডাকঘর: চক পাঠাকাটা-২১৫০ উপজেলা: নকলা জেলা: শেরপুর। | গ্রাম: পাঠাকাটা ডাকঘর: চক পাঠাকাটা-২১৫০ উপজেলা: নকলা জেলা: শেরপুর। | (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- |
২ | ২০০০৩৩৭ | মো: মাহেদি হাসান মাতা: ফাতিমা খাতুন পিতা: মো: আবদুর রাকিব বিশ্বাস গ্রাম: বামনখালী ডাকঘর: হামিদপুর-৯৪১৩ উপজেলা: কলারোয়া জেলা: সাতক্ষীরা। | বাসা: সেতু ভবন ডাকঘর: বনানী-১২১২ থানা: বনানী জেলা: ঢাকা। | (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- |
শর্তাদি:
(০১) নিয়োগ প্রাপ্ত ব্যক্তিগণকে আগামী ১৬/০৭/২০২৩ ইং তারিখ রোজ রবিবার অধ্যক্ষ, কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
(০২) ‘পরিশিষ্ট-ক’ অনুযায়ী আগামী ০৯/০৭/২০২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল ৯ ঘটিকায় কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ এর প্রশাসনিক ব্লকে মেডিকেল বোর্ডে উপস্থিত হয়ে ও নির্ধারিত পরীক্ষা সমুহ করে স্বাস্থ্যগত সনদপত্র গ্রহন করে আগামী ১৬/০৭/২০২৩ ইং তারিখে যোগদানের সময় দাখিল করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হতে ব্যর্থ হলে অথবা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকলে বা তার দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে প্রমানিত হলে এই অস্থায়ী নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
(০৩) অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যোগদানের তারিখ হতে ২(দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। শিক্ষানবিশ সময়ে কর্তৃপক্ষ যদি মনে করেন যে, তাহার আচারণ ও কর্ম সন্তোষজনক নয় বা কর্মদক্ষ হবার সম্ভাবনা নেই তবে কোন কারণ দর্শানো ব্যতীত নিয়োগকারী কর্তৃপক্ষ তার চাকরির অবসান ঘটাতে পারবেন।
(০৪) অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তির চাকরিতে যোগদানের পূর্ব কার্যকলাপ সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন করা হবে। ‘পরিশিষ্ট-খ’ তে উল্লেখিত কাগজাদি সহ স্বহস্তে পূরণীয় অংশ পূরণ করতঃ পুলিশ ভেরিফিকেশন ফরম ১৬/০৭/২০২৩ ইং তরিখে অত্র অফিসে দাখিল করতে হবে। কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ এর দাখিলকৃত ফরম স্ব-স্ব জেলার পুলিশ সুপার বরাবর কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ এর প্রধান কার্যালয় থেকে প্রেরণ করা হবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে এবং অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তির স্থায়ী ঠিকানা ও সনদপত্র সম্পর্কে ভবিষ্যতে কোন প্রকার গরমিল/ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হলে কোনরুপ কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
(০৫) ‘পরিশিষ্ট-গ’ তে উল্লেখিত নমুনা অনুযায়ী চাকরিতে যোগদানকালে ১৬/০৭/২০২৩ ইং তারিখে ৩০০/- (তিনশত) টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
(০৬) যোগদানের নির্ধারিত তারিখে যোগদান পত্র দাখিলের সময় অস্থায়ী নিয়োগ প্রাপ্ত ব্যক্তিকে নিজের নাম, মাতার নাম, পিতা/স্বামীর নাম সঠিক ভাবে উল্লেখ করতে হবে। নিয়োগ পত্রে কোনরুপ গরমিল পরিলক্ষিত হলে উপযুক্ত প্রমাণক দাখিল স্বাপেক্ষে তা নিয়োগের ১ (এক) মাসের মধ্যে সংশোধন করে দাখিল করতে হবে।
(০৭) নিয়োগপত্রে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি এরূপ ক্ষেত্রে তার চাকরি সংক্রান্ত বিষয়ে সরকারের প্রচলিত বিধি ,আদেশ, আইন, এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীতব্য বিধি ও বিধান দ্বারা তার চাকরি নিয়ন্ত্রিত হবে।
(০৮) চাকরিতে তার জ্যেষ্ঠতা সরকারী বিধি মোতাবেক নির্ধারিত হবে। চাকরিতে যোগদানের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদেয় হবে না।
(০৯) স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিলে বিধি মোতাবেক পাওনা সাপেক্ষে সরকারের অর্থ/গচ্ছিত বা হেফাজতে থাকা সম্পদ ফেরত দিতে বাধ্য থাকিবে।
(১০) চাকরিতে ১৬/০৭/২০২৩ ইং তারিখে যোগদানের সময় যোগদানপত্রের সঙ্গে পরিশিষ্ট-ক,খ,গ এ উল্লেখিত সকল সনদপত্র ও কাগজ পত্রাদি জমা দিতে হবে।
মূল বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
পুলিশ ভেরিফিকেশন ফর্মের জন্য এখানে অথবা এখানে ক্লিক করুন।
পরিশিষ্ট – ক:
সরকারী চাকুরীর জন্য নির্বাচিত প্রার্থীর স্বাস্থ্য বিষয়ক সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় পরীক্ষা সমুহের তালিকা ও করনীয়ঃ-
০১। আবেদনপত্র (ডাউন লোড কপি),জাতীয় পরিচয়পত্র ও যোগদানের জন্য পাঠানো এসএমএস এর প্রিন্ট কপি সংগে আনতে হবে।
০২। আগামী ০৯-০৭-২০২৩ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকায় স্বাস্থ্য পরীক্ষার জন্য কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ এর প্রশাসনিক ব্লকে মেডিকেল বোর্ডে উপস্থিত থাকিতে হবে।
০৩। সরকার কর্তৃক নির্ধারিত ফি ( আনুমানিক-২,০০০/- ) প্রদান স্বাপেক্ষে কর্ণেল মালেক মেডিকেল কলেজ/ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিম্মে উল্লেখিত পরীক্ষা গুলো করতে হবে।
পরীক্ষা সমুহঃ
১. Blood tests,
২. Urine for R/E & DA health screaming profile (DOPE Test),
৩. ECG,
৪. X-ray chest P/A view
৫. চক্ষু পরীক্ষা
পরিশিষ্ট – খ
পুলিশ ভেরিফিকেশন ফরম এর সাথে যে সকল কাগজাদি দাখিল করতে হবে তার তালিকা:
০১। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
০২। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে চরিত্রগত সনদপত্র
০৩। পাসপোর্ট সাইজের রঙিন-১(এক) কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,পিতার পরিচয়পত্রের ফটোকপি
০৪। স্থানীয় কমিশনার/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র
০৫। বিদ্যুৎ বিল/পানিবিল/গ্যাস বিলের ফটোকপি(প্রযোজ্য ক্ষেত্রে)।
দ্রষ্টব্য:
০১। পুলিশ ভেরিফিকেশন ফরম সরকারী সংশ্লিষ্ট ওয়েবসাইটে এবং কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
০২। উক্ত ফরম প্রার্থী কর্তৃক স্বহস্তে পুরনীয় অংশ পুরন করে নির্ধারিত যোগদানের তারিখে কর্ণেল মালেক মেডিকেল কলেজ,মানিকগঞ্জ এর অফিসে দাখিল করতে হবে।
পরিশিষ্ট – গ
(৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্টাম্পে এ অঙ্গীকারনামা)
অঙ্গীকারনামা
আমি…………………………………………………ঠিকানা……………………………………………………………………………….. এই মর্মে অঙ্গীকার করছি যে, কর্ণেল মালেক মেডিকেল কলেজ,মানিকগঞ্জ এ …………………………………………পদে কর্মকালীন সময়ে সরকারী চাকুরীর আচরন বিধিমালা-১৯৭৯ (The Government Servant (Conduct) Rules,1979) সহ সকল বিধি-বিধান সর্ম্পূন রুপে মেনে চলব।
আমি আরও অঙ্গীকার করছি যে, নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোন বিধি সম্মত আদেশ পালনে বাধ্য থাকবো। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা, গোপনীয়তা ও নিষ্ঠার সাথে পালন করবো। আমি আরও অঙ্গীকার করছি যে, ব্যাক্তিগত জীবনে বিবাহ-সাদীর সময়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যৌতুক গ্রহন এবং প্রদান থেকে নিজকে বিরত রাখবো। স্বেচ্ছায় চাকুরী থেকে অব্যাহতি নিলে বিধি মোতাবেক পাওনা স্বাপেক্ষে সরকারের অর্থ / গচ্ছিত বা হেফাজতে থাকা সম্পদ ফেরত দিতে বাধ্য থাকবো।
উপরোক্ত অঙ্গীকারে বর্ণিত বিষয়ে কোন প্রকার অবহেলা, শৈথিল্য প্রদর্শন এবং অমান্য করলে নিয়োগকারী কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে বিধি মোতাবেক যে কোন সিদ্ধান্ত গ্রহন করতে পারবে।
নাম:
মাতার নাম:
পিতার নাম:
স্থায়ী ঠিকানা:
জাতীয় পরিচয় পত্র নম্বর:
ফোন নম্বর:
ই-মেইল:
Last Updated on 10/02/2024
আসসালামু আলাইকুম। এই নিয়োগে কোন প্যানেল আছে কি?উল্লেখ্য কেউ যদি জয়েন না করে তাহলে কি ওয়েটিং /পরবর্তি মেধাক্রম থেকে নেওয়া হবে ২/৩ জনকে?প্লিয় কেউ থাকলে জা
নাবেন…