জাতীয় শোক দিবস পালিত
গভীর শোক সন্তপ্ত পরিবেশে ১৫ই আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মহাপ্রয়াণ দিবস পালন করা হয়। ১৯৭৫ সালের এই দিনে কতিপয় বিপথগামী সেনা অফিসারের হঠকারিতায় বঙ্গবন্ধুকে তার পরিবারের প্রায় সকল সদস্যসহ হত্যা করা হয়। দিবসটিতে কর্নেল মালেক মেডিকেল কলেজের সকল শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু ও তার কনিষ্ঠ সন্তান নিহত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ পুস্পার্ঘ অর্পণ করেন। এরপর কলেজের একাডেমিক ভবনের তিন তলায় অবস্থিত লাইব্রেরীর বঙ্গবন্ধু কর্ণারে কলেজের অধ্যক্ষ বঙ্গবন্ধুর জীবনালেখ্য ও তার রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর ভিত্তি করে রচিত ও সংগৃহীত বিভিন্ন পুস্তক উদ্বোধন ও প্রদর্শন করেন।
এর পর ১ নং গ্যালারীতে বঙ্গবন্ধুর জীবন ও ১৫ই আগস্টের শোকাবহ ঘটনার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
সর্বশেষে কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজের পর এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিবটির কার্যবলী সমাপ্ত হয়।
Last Updated on 17/08/2022
Comments
জাতীয় শোক দিবস পালিত — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>