মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পুনর্বহাল
মানিকগঞ্জ মেডিকেল কলেজ সহ দেশের ১৪টি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং ইন্সটিটিউটের নাম পরিবর্তন করেছে সরকার। রোববার, ৩ নভেম্বর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ, হাসপাতালের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পূনর্নামকরণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ নামেই যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৭ সালের জুন মাসে এক প্রজ্ঞাপনে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেকের প্রয়াত পিতার নামে ‘কর্নেল মালেক মেডিকেল কলেজ’ নামকরণ করা হয়।
নাম পরিবর্তন করা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর, নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জ, নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, টাঙ্গাইল, নাম পরিবর্তন করে টাঙ্গাইল মেডিকেল ও কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা, নাম পরিবর্তন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর, নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরণ করা হয়েছে।
প্রজ্ঞাপনটি দেখতে এখানে ও এখানে ক্লিক করুন।
Last Updated on 04/11/2024
Comments
মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পুনর্বহাল — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>